৬২৯. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আল্লাহ্র রসূল [সাঃআঃ]-এর সঙ্গে চলছিলাম। এ সময় তাহাঁর পরিধানে চওড়া পাড় বিশিষ্ট একটি নাজরানী ডোরাদার চাদর ছিল। একজন বেদুঈন তাহাঁর কাছে এলো। সে তাহাঁর চাদর ধরে খুব জোরে টান দিল। এমন কি আমি দেখিতে পেলাম আল্লাহ্র রসূল [সাঃআঃ]-এর কাঁধে চাদরের পাড়ের দাগ পড়ে গেছে। অতঃপর সে বললঃ হে মুহাম্মাদ [সাঃআঃ]! আপনার নিকট আল্লাহ্র যে সম্পদ আছে, তা থেকে আমাকে কিছু দিতে বলুন। আল্লাহ্র রসূল [সাঃআঃ] তার দিকে ফিরে তাকিয়ে হাসলেন এবং তাকে কিছু দান করার নির্দেশ দিলেন।
[বোখারী পর্ব ৫৭ : /১৯ হাঃ ৫৮০৯, মুসলিম ১২/৪৪ হাঃ ১০৫৭] জাকাত ও খারিজিদের পরিচয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
৬৩০. মিসওয়ার ইবনি মাখরামাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] একবার কিছু কবা [পোশাক বিশেষ] বণ্টন করিলেন। কিন্তু মাখরামাহকে তা হইতে একটিও দিলেন না। মাখরামাহ [রাদি.] তখন [ছেলেকে] বলিলেন, প্রিয় বৎস! আমাকে রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর খিদমতে নিয়ে চল। {মিসওয়ার [রাদি.] বলেন} আমি তার সঙ্গে গেলাম, তখন তিনি আমাকে বলিলেন, যাও, ভেতরে গিয়ে তাঁকে আমার জন্য আহ্বান জানাও। {মিসওয়ার [রাদি.]} বলেন, অতঃপর আমি রসূলুল্লাহ্ [সাঃআঃ]-কে আহ্বান জানালাম। তিনি বেরিয়ে এলেন। তখন তাহাঁর নিকট একটি কবা ছিল। তিনি বলিলেন, এটা আমি তোমার জন্য হিফাযত করে রেখে দিয়েছিলাম। মাখরামাহ [রাদি.] সেটি তাকিয়ে দেখলেন। নাবী [সাঃআঃ] বলিলেন, মাখরামাহ খুশী হয়ে গেছে।
[বোখারী পর্ব ৫১ : /১৯ হাঃ ২৫৯৯, মুসলিম ১২/৪৪ হাঃ ১০৫৮] জাকাত ও খারিজিদের পরিচয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস