উহূদের যুদ্ধ।

১১৬৯. সাহ্‌ল [রাদি.] হইতে বর্ণিতঃ

তাকে উহূদের দিনে আল্লাহর রসূল [সাঃআঃ]-এর আঘাত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলিলেন, নাবী [সাঃআঃ]-এর মুখমণ্ডল আহত হল এবং তাহাঁর সামনের দুটি দাঁত ভেঙ্গে গেল, তাহাঁর মাথার শিরস্ত্রাণ ভেঙ্গে গেল। ফাতিমাহ [রাদি.] রক্ত ধুচ্ছিলেন আর আলী [রাদি.] পানি ঢেলে দিচ্ছিলেন। তিনি যখন দেখিতে পেলেন যে, রক্ত পড়া বাড়ছেই, তখন একটি চাটাই নিয়ে তা পুড়িয়ে ছাই করিলেন এবং তা ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। অতঃপর রক্ত পড়া বন্ধ হল।

বোখারী পর্ব ৫৬ অধ্যায় ৮৫ হাদীস নং ২৯১১; মুসলিম ৩২/৩৭, হাঃ ১৭৯০


১১৭০. আবদুল্লাহ ইবনি মাসউদ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি যেন এখনো নাবী [সাঃআঃ]-কে দেখেছি যখন তিনি একজন নাবী [আ.]-এর অবস্থা বর্ণনা করছিলেন যে, তাহাঁর স্বজাতিরা তাঁকে প্রহার করে রক্তারক্তি করে দিয়েছে আর তিনি তাহাঁর চেহারা হইতে রক্ত মুছে ফেলছেন এবং বলছেন,

اللهُمَّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لاَ يَعْلَمُونَ

হে আল্লাহ্! আমার জাতিকে ক্ষমা করে দাও, যেহেতু তারা জানে না।

বোখারী পর্ব ৬০ অধ্যায় ৫৪ হাদীস নং ৩৪৭৭; মুসলিম ৩২/৩৭, হাঃ ১৭৯২

Was this article helpful?

Related Articles