১৫৯৫. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ
কোন নাবী সহধর্মিনী নাবী [সাঃআঃ]-কে বললেনঃ আমাদের মধ্য হইতে সবার পূর্বে [মৃত্যুর পর] আপনার সাথে কে মিলিত হইবে? তিনি বললেনঃ তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে লম্বা। তাঁরা একটি বাঁশের কাঠির মাধ্যমে হাত মেপে দেখিতে লাগলেন। সওদার হাত সকলের হাতের চেয়ে লম্বা বলে প্রমাণিত হল। পরে {সবার আগে যায়নাব [রাদি.]-এর মৃত্যু হলে} আমরা বুঝলাম হাতের দীর্ঘতার অর্থ দানশীলতা। তিনি {যায়নাব [রাদি.]} আমাদের মধ্যে সবার আগে তাহাঁর [সাঃআঃ] সাথে মিলিত হন এবং তিনি দান করিতে ভালবাসতেন
[বোখারী পর্ব ২৪ অধ্যায় ১১ হাদীস নং ১৪২০; মুসলিম ৪৪/১৭, হাঃ ২৪৫২]