১৬১৩. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, যে ব্যক্তি উপহার বা দান করে তা ফেরত নেয়, সে ঐ কুকুরের মত যা বমি করে পুনরায় খেয়ে ফেলল। (বুখারী ও মুসলিম)
অপর বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি সদকা করে তা পুনরায় ফেরত নেয়, সে এমন কুকুরের ন্যায় যা বমি করে পুনরায় খেয়ে ফেলল। আর এক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি দান করে তা ফেরত নেয় সে বমীখোরের সমতুল্য।
১৬১৪. হযরত ওমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি একটি ঘোড়া আল্লাহর পথে জেহাদের জন্য দান করেছিলাম। যার কাছে ঘোড়াটি ছিল সে ওটিকে নষ্ট করে দিচ্ছিল। তাই আমি ঘোড়াটি তার কাছ হতে ক্রয় করে নেয়ার ইচ্ছে করলাম। আমি ধারণা করলাম এভাবে সে আমার কাছে সস্তায় ঘোড়াটি বিক্রি করবে। এ ব্যাপারে আসি নবী (সা) কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তুমি তা ক্রয় কর না। দান করা জিনিস পুনরায় ফেরত নিও না; যদি তা তোমাকে মাত্র এক দিরহামের বিনিময়েও দেয়া হয়। কেননা দান করে তা ফেরত নেয়া ব্যক্তি বমি করে তা পুনরায় গলধঃকরণকারী ব্যক্তির মত। (বুখারী ও মুসলিম)