উট বা অন্যান্য যানবাহনে আরোহণ করে তাওয়াফ করা এবং আরোহণকারীর জন্য লাঠি বা অন্য কিছুর মাধ্যমে কালো পাথর স্পর্শ করা বৈধ।

৮০০. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, বিদায় হাজ্জের সময় নাবী [সাঃআঃ]-এর উটের পিঠে আরোহণ করে তাওয়াফ করার সময় ছড়ির মাধ্যমে হাজ্‌রে আসওয়াদ চুম্বন করেন।

[বোখারী পর্ব ২৫/৫৮ হাঃ ১৬০৭, মুসলিম পর্ব ১৫/৪২, হাঃ ১২৭২] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৮০১. উম্মু সালামাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমি আল্লাহর রসূল [সাঃআঃ] এর নিকট [বিদায় হজ্জে] আমার অসুস্থতার কথা জানালে তিনি বললেনঃ সওয়ার হয়ে লোকদের হইতে দূরে থেকে তওয়াফ কর। আমি তওয়াফ করলাম। আর আল্লাহর রসূল [সাঃআঃ] বাইতুল্লাহর পাশে [আ-রবী] তিলাওয়াত করে সালাত আদায় করছিলেন।

[বোখারী পর্ব ৮/৭৮ হাঃ ৪৬৪, মুসলিম পর্ব ১৫/৪২, হাঃ ১২৭৬] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles