ঈদগাহ, রুগি দেখা, হজ্জ, জিহাদ, জানাযার নামায ও অনুরুপ কাজে যাওয়া ও আসার সময় পৃথক পৃথক রাস্তা অবলম্বন করা
৭১৯. জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ঈদের দিন নবী (সা) এক রাস্তায় ঈদগাহে যেতেন এবং আরেক রাস্তায় সেখান থেকে ফিরতেন। (বুখারী)
৭২০. ইবনে উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) শাজারার পথ দিয়ে বের হতেন এবং মুআররাস (মসজিদের) পথ দিয়ে প্রবেশ করতেন। তিনি যখন মক্কায় প্রবেশ করতেন, তখন সানিয়ায়ে উলিয়া দিয়ে প্রবেশ করতেন এবং সানিয়্যায়ে সুফলা দিয়ে বের হতেন। (বুখারী, মুসলিম)