ইহরামের সময় কুরবানীর পশুর গলায় কিলাদা ঝুলানো এবং কোন চিহ্ন দিয়ে দেয়া।

৭৭৯. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ

মুহরিম ব্যক্তি যখন বাইতুল্লাহ তওয়াফ করিল তখন সে তাহাঁর ইহ্‌রাম থেকে হালাল হয়ে গেল। আমি [ইবনি জুরাইজ] জিজ্ঞেস করলাম যে, ইবনি আব্বাস [রাদি.] এ কথা কী করে বলিতে পারেন? রাবী আত্বা [রহমাতুল্লাহি আলাইহি] উত্তরে বলেন, আল্লাহ তাআলার এ কালামের দলীল থেকে যে, এরপর তার হালাল হওয়ার স্থল হচ্ছে বাইতুল্লাহ এবং নাবী [সাঃআঃ] কর্তৃক তাহাঁর সাহাবীদের হুজ্জাতুল বিদায় [এ কাজের পরে] হালাল হয়ে যাওয়ার হুকুম দেয়ার ঘটনা থেকে। আমি বললামঃ এ হুকুম তো আরাফাহ-এ উকূফ করার পর প্রযোজ্য। তখন আত্বা [রহমাতুল্লাহি আলাইহি] বলিলেন, ইবনি আব্বাস [রাদি.]-এর মতে উকূফে আরাফাহ্‌র পূর্বাপর উভয় অবস্থার জন্য এ হুকুম।

[বোখারী পর্ব ৬৪/৭৭ হাঃ ৪৩৯৬, মুসলিম পর্ব ১৫/৩২, হাঃ ১২৪৫] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles