ইয়াতীমের বিষয়-সম্পত্তি ভক্ষন করা হারাম

ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা হারাম

সূরাঃ নিসা-১০

সূরাঃ আনআম-১৫২

সূরাঃ বাকারা-২২০

 

[Note: এ অধ্যায়ের কুরআনের আয়াত গুলো পরে আপডেট করা হবে]

 

১৬১৫. হযরত আবু হোরায়রা (রা) নবী করীম (স) কর্তৃক বর্ণনা করেছেন। নবী (স) ইরশাদ করেছেন, সাতটি ধ্বংসকারী বস্তু হতে দূরে থেকো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ! ঐ সব কি? তিনি বললেন, মহান আল্লাহর সাথে কাউকে শরীক করা; যাদু করা; যে জীবন ও প্রাণকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তা অন্যায়ভাবে হত্যা করা, তবে ন্যায়সঙ্গত হত্যা করলে ভিন্ন কথা, সুদ খাওয়া; ইয়াতীমের ধন-মাল আত্মাসাৎ করা যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করা এবং পুণ্য চরিত্রের অধিকারীণী সরল প্রাণ মু’মিন মহিলাদের প্রতি চারিত্রিক অপবাদ আরোপ করা। (বুখারী ও মুসলিম)


 

Was this article helpful?

Related Articles