‘ইনাব’ (আঙ্গুর)-কে ‘কারম’ বলা অপছন্দনীয়
১৭৪২. হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, তোমরা ‘ইনাব’কে (আঙ্গুর) ‘কারম’ বলো না। কেননা কেবল মুসলিমানই ‘কারম’ হতে পারে। ( বুখারী ও মুসলিম)
১৭৪৩. হযরত ওয়ালে ইবনে হুজর (রা) থেকে বর্ণিত। নবী করীম (স) বলেছেন, আঙ্গুর ফলকে ‘কারম’ বল না; বরং তোমার ইনাব (আঙ্গুর) ও হাবলা (আঙ্গুরের লতা- গুল্ম) বলবে। ( মুসলিম)