১৩৯৮. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ] বলেছেনঃ যখন কোন আহলে কিতাব তোমাদের সালাম দেয়, তখন তোমরা বলবে ওয়া আলাইকুম [তোমাদের উপরও]।
[বোখারী পর্ব ৭৯ অধ্যায় ২২ হাদীস নং ৬২৫৮; মুসলিম ৩৯/৪, হাঃ ২১৬৩]
১৩৯৯. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ
নাবী [সাঃআঃ] বললেনঃ ইয়াহূদী তোমাদের সালাম করলে তাহাদের কেউ অবশ্যই বলবেঃ
السَّامُ عَلَيْكَ
আস্সামু আলাইকা। তখন তোমরা জবাবে
وَعَلَيْكَ
ওয়াআলাইকা বলবে।
[বোখারী পর্ব ৭৯ অধ্যায় ২২ হাদীস নং ৬২৫৭; মুসলিম ৩৯/৪, হাঃ ২১৬৪]
১৪০০. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, একবার একদল ইয়াহূদী রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]-এর নিকট এসে বললঃ
السَّامُ عَلَيْكَ
আস্সামু আলাইকা। [তোমার মৃত্যু হোক, নাউযুবিল্লাহ]। আমি এ কথার মর্ম বুঝে বললামঃ
عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ
আলাইকুমুস্ সামু ওয়াল লানাতু। [তোমাদের উপর মৃত্যু ও লানাত]। নাবী [সাঃআঃ] বললেনঃ হে আয়েশা! তুমি থামো। আল্লাহ সর্বাবস্থায়ই বিনয় পছন্দ করেন। আমি বললামঃ হে আল্লাহ্র রসূল [সাঃআঃ]! তারা যা বললোঃ তা কি আপনি শুনেননি? রাসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ এ জন্যই আমিও বলেছি,
وَعَلَيْكُمْ
ওয়া আলাইকুম [তোমাদের উপরও]।
[বোখারী পর্ব ৭৯ অধ্যায় ২২ হাদীস নং ৬২৫৬; মুসলিম ৩৯/৪ হাঃ ২১৬৫]