সিজদাহর সুন্নাহ সমূহের মধ্যঃ
১। কনুইসমূহ দেহের পার্শ্বদেশ থেকে দূরে রাখা।
২। উরু থেকে পেটকে আলাদা রাখা।
৩। উরু সমূহকে পায়ের নলা থেকে দূরে রাখা নিশ্চিত করা।
৪। দুই হাঁটুকে আলাদা রাখা।
৫। পায়ের পাতাকে খাড়া রাখা।১০৭
৬। পায়ের পাতাকে (অগ্রভাগকে) কিবলামুখী রাখা নিশ্চিত করা, সুতরাং পায়ের পাতার জোড়া সমূহকে
মেঝেতে স্থাপন করবে।১০৮
৭। সিজদার সময় দুই পাকে একত্রে স্থাপন করা।১০৯
৮। হাতকে কাধ অথবা কান বরাবর রাখা।১১০
৯। হাতকে সোজা রাখা।১১১
১০। আঙ্গুল সমূহকে একত্রে রাখা নিশ্চিত করা।১১২
১১। আঙ্গুল সমূহকে কিবলামুখী রাখা নিশ্চিত করা।১১৩
১০৭ আন নাসায়ী হা/ ১০৯৯, ১১২৯। ১০৮ আল বুখারী হা/৮২৮। ১০৯ ইবনে খুজাইমাহ হা/৬৫৪। ১১০ ইবনে খুজাইমাহ হা/৬৪১। ১১১ ইবনে আবি শাইবাহ ভলি-১, অধ্যায় ৩৬ হা/১। ১১২ ইবনে খুজাইমাহ হা/৬৪২, আল বুখারী হা/৪১৯ । ১১৩ আবু দাউদ হা/৭৩২।