সর্বসাধারণকে সম্বোধন করে কিছু বললে তাদের বোদগম্য ভাষায় বলতে হবে। এক্ষেত্রে টেনে টেনে কথা বলা, উচ্চাঙ্গের ভাষা প্রয়োগ, বাকপটুতা প্রদর্শন, অপ্রসিদ্ধ শব্দ ব্যবহার ইত্যাদি মাকরূহ।
১৭৩৮. হযরত আবদুল্লাহ মাসউদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেছেন, অতিশয়োক্তিকারীরা ধ্বংস হয়েছে। বাক্যটি তিনি তিনবার উল্লেখ করেছেন। (মুসলিম)
১৭৩৯. হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ঐসব অতিশয়োক্তিকারীদের ঘৃনা করেন যারা ঘাস চর্বণরত গাভীর ন্যায় নিজেদের জিহবা নাড়িয়ে বাক্যালাপ করে। ( আবু দাউদ ও তিরমিযী)
১৭৪০. হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেছেন, তোমাদের মধ্যে যাদের চরিত্র সর্বোত্তম, তারাই আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কেয়ামত দিবসে তারাই সর্বাপেক্ষা আমার নৈকট্যপ্রাপ্ত হবে। আর তোমাদের মধ্যে যে সব ব্যক্তি বাচাল, দুর্বোধ্য ভাষায় এবং অহংকারের সাথে কথা বলে তারা আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত এবং কেয়ামত দিবসে তারা আমার কাছ হতে অনেক দূরে থাকবে। (তিরমিযী)