আযানের ফাযীলাত এবং তা শুনে শয়তানের পলায়ন।

আবূ হুরাইরাহ্ [রাঃআঃ] হতে বর্ণিতঃ

আবূ হুরাইরাহ্ [রাঃআঃ] হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু `আলাইহি ওয়া সাল্লাম] বলেছেনঃ যখন নামাজের জন্য আযান দেয়া হয়, তখন শয়তান হাওয়া ছেড়ে পলায়ন করে, যাতে সে আযানের শব্দ না শোনে। যখন আযান শেষ হয়ে যায়, তখন সে আবার ফিরে আসে। আবার যখন নামাজের জন্য ইক্বামাত বলা হয়, তখন আবার দূরে সরে যায়। ইক্বামাত শেষ হলে সে পুনরায় ফিরে এসে লোকের মনে কুমন্ত্রণা দেয় এবং বলে এটা স্মরণ কর, ওটা স্মরণ কর, বিস্মৃত বিষয়গুলো সে স্মরণ করিয়ে দেয়। এভাবে লোকটি এমন পর্যায়ে পৌঁছে যে, সে কয় রাক`আত নামাজ আদায় করেছে তা মনে করিতে পারে না।

আল লুলু ওয়াল মারজানঃ ২১৬ – হাদিসের তাহকিকঃসহীহ হাদিছ [সহিহ  বুখারী : পর্ব ১০ : /৪ হাদিছ ৬০৮, মুসলিম ৪/৮, হাদিছ ৩৮৯]

Was this article helpful?

Related Articles