আনাস বিন মালিক (রা)-এর মর্যাদা।

১৬১২. উম্মু সুলায়ম [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বললেনঃ হে আল্লাহ্‌র রসূল [সাঃআঃ]! আনাস [রাদি.] আপনার খাদিম, আপনি আল্লাহ্‌র নিকট তার জন্য দুআ করুন। তিনি দুআ করলেনঃ

اللهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ

হে আল্লাহ! আপনি তার মাল ও সন্তান বাড়িয়ে দিন, আর আপনি তাকে যা কিছু দিয়েছেন তাতে বারাকাত দান করুন।

[বোখারী পর্ব ৮০ অধ্যায় ৪৭ হাদীস নং ৬৩৭৮-৬৩৭৯; মুসলিম ৪৪/৩১, হাঃ ২৪৮০, ২৪৮১]


১৬১৩. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেনঃ একবার নাবী [সাঃআঃ] আমার কাছে একটি বিষয় গোপনে বলেছিলেন। আমি তাহাঁর পরেও কাউকে তা জানাইনি। এটা সম্পর্কে উম্মু সুলায়ম [রাদি.] আমাকে জিজ্ঞেস করেছিলেন। কিন্তু আমি তাঁকেও বলিনি।

[বোখারী পর্ব ৭৯ অধ্যায় ৪৬ হাদীস নং ৬২৮৯; মুসলিম ৪৪/৩২, হাঃ ২৪৮২]

Was this article helpful?

Related Articles