আইনগতভাবে স্বীকৃত বংশ সম্পর্কের প্রতি ঠাট্রা-বিদ্রূপ করা হারম হবার বর্ণনা

শরীয়তের বাহ্যিক দৃষ্টিতে স্বীকৃত বংশ সম্পর্কের প্রতি ঠা্ট্টা-বিদ্রূপ করা হারাম

আল্লাহ তায়ালা বলেছেনঃ

“যারা মুমিন পুরুষ ও নারীদের বিনা অপরাধে কষ্ট দেয়, তারা একটা অতি বড় মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট গোনাহের বোঝা নিজেদের ঘাড়ে তুলে নেয়।” (সূরা আহযাবঃ ৫৮)

১৫৭৯. হযরত আবু হোরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, মানুষের মধ্যে দু’টি জিনিস থাকলে তা তার কুফরীর কারণ হয়ে দাঁড়ায়। একটি হচ্ছে, বংশের খোঁটা দেয়া। আর দ্বিতীয়টি হচ্ছে মৃতের জন্য বিলাপ করা। (মুসলিম)


 

Was this article helpful?

Related Articles