১৭৩৬. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেছেন, ঈমানদার ব্যক্তি ঠাট্টা-বিদ্রূপকারী, ভৎর্সনাকারী, অভিশস্পাতকারী, অশ্লীলভাষী ও বদমেজাজী হতে পারে না। (তিরমিযী)
১৭৩৭. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, অশ্লীলতা যে কোন জিনিসকে খারাপ করে দেয় এবং লজ্জাশীলতা কোন জিনিসকে সৌন্দর্যমন্ডিত করে। (তিরমিযী)