কোন মুসলমানের প্রতি অযথা খারাপ ধারণা পোষণ করা নিষেধ
আল্লাহ তায়ালা বলেছেনঃ
“হে ঈমাদারগণ! খুব বেশি ধারণা পোষণ থেকে বিরত থাক। কেননা কোন কোন ধারণা গোনাহের কারণ হয়ে দাঁড়ায়।” (সূরা হুজুরাতঃ ১২)
১৫৭৪. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, সাবধান! খারাপ ধারণা থেকে দূরে থাক। কেননা মন্দ ধারণা অনুমান সবচেয়ে বড় মিথ্যা কথা। (বুখারী ও মুসলিম)