অমুক গ্রহের কারণে বৃষ্টি হয়েছে – মানুষের এমন মন্তব্য করা নিষেধ

১৭৩৩. হযরত যায়েদ ইবনে খালেদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হুদাইবিয়া নামক স্থানে আমাদেরকে ফজরের নামায কায়েম করালেন। উক্ত রাতে বৃষ্টি হয়েছিল। নামায শেষ করে তিনি লোকদের দিকে ফিরে বলেন, তোমার কি জান তোমাদের প্রভু কি বলেছেন? সবাই বলল, আল্লাহ ও তার রাসূলই সর্বাধিক অবগত। তিনি বলেন, আল্লাহ বলেছেন, আজ সকালে আমার বান্দাদের একাংশ আমার প্রতি ঈমান স্থাপন করেছে আর এক অংশ কুফরী করেছে। যারা বলেছে আল্লাহর অনুগ্রহ ও দয়ায় আমাদের জন্য বৃষ্টি হয়েছে, তারা আমার প্রতি বিশ্বাসী, গ্রহের প্রতি অবিশ্বাসী। আর যারা বলেছে, অমুক গ্রহের প্রভাবে বৃষ্টি হয়েছে তারা আমার প্রতি অবিশ্বাসী, গ্রহের প্রতি বিশ্বাসী হয়েছে। ( বুখারী ও মুসলিম)


 

Was this article helpful?

Related Articles