৫৬৯. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] যাকাত দেয়ার নির্দেশ দিলে বলা হলো, ইবনি জামীল, খালিদ ইবনি ওয়ালীদ ও আব্বাস ইবনি আবদুল মুত্তালিব [রাদি.] যাকাত প্রদানে অস্বীকার করছে। নাবী [সাঃআঃ] বললেনঃ ইবনি জামীলের যাকাত না দেয়ার কারণ এ ছাড়া কিছু নয় যে, সে দরিদ্র ছিল, পরে আল্লাহর অনুগ্রহে ও তাহাঁর রসূলের বরকতে সম্পদশালী হয়েছে। আর খালিদের ব্যাপার হলো তোমরা খালিদের উপর অন্যায় করেছ, কারণ সে তার বর্ম ও অন্যান্য যুদ্ধাস্ত্র আল্লাহর পথে আবদ্ধ রেখেছে। আর আব্বাস ইবনি আবদুল মুত্তালিব [রাদি.] তো আল্লাহর রসূলের চাচা। তাহাঁর যাকাত তাহাঁর জন্য সদাকাহ এবং সমপরিমাণও তার জন্য সদাকাহ। ইবনি আবুয্ যিনাদ [রহমাতুল্লাহি আলাইহি] তাহাঁর পিতা হইতে হাদীস বর্ণনায় শুআইব [রহমাতুল্লাহি আলাইহি]-এর অনুসরণ করিয়াছেন। আর ইবনি ইসহাক [রহমাতুল্লাহি আলাইহি] আবুয্ যিনাদ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে হাদীসের শেষাংশে সদাকাহ শব্দের উল্লেখ করেননি। ইবনি জুরাইজ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আরাজ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে অনুরূপ হাদীস আমার নিকট বর্ণনা করা হয়েছে।
[বোখারী পর্ব ২৪ ঃ /৪৯ হাঃ ১৪৬৮, মুসলিম ১২/২, হাঃ ৯৮৩] জাকাত ও খারিজিদের পরিচয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস