হিন্দার ফায়সালা।

১১১৫. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ

হিন্‌দা বিন্‌ত উত্‌বা [রাদি.] বললেনঃ হে আল্লাহ্‌র রসূল [সাঃআঃ]! আবু সুফ্ইয়ান একজন কৃপণ লোক। আমাকে এত পরিমাণ খরচ দেন না, যা আমার ও আমার সন্তানদের জন্য যথেষ্ট হইতে পারে যতক্ষণ না আমি তার অজান্তে মাল থেকে কিছু নিই। তখন তিনি বললেনঃ তোমার ও তোমার সন্তানের জন্য ন্যায়সঙ্গতভাবে যা যথেষ্ট হয় তা তুমি নিতে পার।

[বোখারী পর্ব ৬৯ অধ্যায় ৯ হাদীস নং ৫৩৬৪, ২২১১; মুসলিম ৩০/৪, হাঃ-১৭১৪] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


১১১৬. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ

উতবাহ্‌র মেয়ে হিন্দ [রাদি.] এসে বলিল, হে আল্লাহ্‌র রসূল [সাঃআঃ]! এক সময় আমার মনের অবস্থা পৃথিবীর বুকে কোন পরিবারকে লাঞ্ছিত হইতে দেখা আমার নিকট আপনার পরিবারকে অপমানিত দেখার চেয়ে অধিক কাঙিক্ষত ছিল না। কিন্তু এখন আমার অবস্থা এমন হয়েছে যে দুনিয়ার বুকে কোন পরিবারকে সম্মানিত হইতে দেখা আমার নিকট আপনার পরিবারকে সম্মানিত দেখার চেয়ে বেশি প্রিয় নয়। তিনি বলিলেন, সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ। তারপর সে বলিল, হে আল্লাহ্‌র রসূল [সাঃআঃ]! আবু সুফ্ইয়ান একজন কৃপণ ব্যক্তি। যদি তার মাল আমি ছেলে-মেয়েদের জন্য ব্যয় করি তবে তাতে কি আমার কিছু হইবে? তিনি বলিলেন, না, যদি যথাযথ ব্যয় করা হয়।

[বোখারী পর্ব ৬৩ অধ্যায় ২৩ হাদীস নং ৩৮২৬; মুসলিম ৩০/৪, হাঃ নং ১৭১৪]এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles