হারাম নয় এমন বিষয়ে সুপারিশ করা মুস্তাহাব।

১৬৮৬. আবু মূসা আশআরী [রাদি.] হইতে বর্ণিতঃ

আল্লাহর রসূল [সাঃআঃ]-এর নিকট কেউ কিছু চাইলে বা প্রয়োজনীয় কিছু চাওয়া হলে তিনি বলিতেনঃ তোমরা সুপারিশ কর সওয়াব প্রাপ্ত হইবে, আল্লাহ তাহাঁর ইচ্ছে তাহাঁর নাবীর মুখে চূড়ান্ত করেন।

[বোখারী পর্ব ২৪ অধ্যায় ২১ হাদীস নং ৬০২৭; মুসলিম ৪৫ অধ্যায় ৪৪, হাঃ ২৫৮৫]

Was this article helpful?

Related Articles