হাজ্জে গমনকারীর জন্য কুরবানীর উদ্দেশে নিয়ে যাওয়া বুদনার উপর প্রয়োজনে আরোহণ করা জায়িয।

৮৩৩. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ

আল্লাহর রসূল [সাঃআঃ] এক ব্যক্তিকে কুরবানীর উট হাঁকিয়ে নিতে দেখে বলিলেন, এর পিঠে আরোহণ কর। সে বলিল, এ তো কুরবানীর উট। আল্লাহর রসূল [সাঃআঃ] বলিলেন, এর পিঠে সওয়ার হয়ে চল। এবারও লোকটি বলিল, এ-তো কুরবানীর উট। এরপরও আল্লাহর রসূল [সাঃআঃ] বলিলেন, এর পিঠে আরোহণ কর, তোমার সর্বনাশ! এ কথাটি দ্বিতীয় বা তৃতীয়বারে বলেছেন।

[বোখারী পর্ব ২৫/১০৩ হাঃ ১৬৮৯, মুসলিম পর্ব ১৫/৬৫, হাঃ ১৩২২] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৮৩৪. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] এক ব্যক্তিকে কুরবানীর উট হাঁকিয়ে নিতে দেখে বলিলেন, এর উপর সওয়ার হয়ে যাও। সে বলিল, এ তো কুরবানীর উট। তিনি বলিলেন, এর উপর সওয়ার হয়ে যাও। লোকটি বলিল, এ তো কুরবানীর উট। তিনি বলিলেন, এর উপর সওয়ার হয়ে যাও। এ কথাটি তিনি তিনবার বলিলেন।

[বোখারী পর্ব ২৫/১০৩ হাঃ ১৬৯০, মুসলিম পর্ব ১৫/৬৫, হাঃ ১২২৩] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles