হাজীদের জন্য তালবিয়া পাঠ জারী রাখা মুস্তাহাব এবং কুরবানীর দিন জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ পর্যন্ত।

৮০৫. উসামাহ ইবনি যায়দ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আরাফাহ হইতে সওয়ারীতে আল্লাহর রসূল [সাঃআঃ]-এর পেছনে আরোহণ করলাম। মুযদালিফার নিকটবর্তী বামপার্শ্বের গিরিপথে পৌঁছলে আল্লাহর রসূল [সাঃআঃ] তাহাঁর উটটি বসালেন। এরপর পেশাব করে আসলেন। আমি তাঁকে উযূর পানি ঢেলে দিলাম। আর তিনি হালকাভাবে উযূ করে নিলেন। আমি বললাম, হে আল্লাহর রসূল ! সালাত? তিনি বললেনঃ সালাত তোমার আরো সামনে। এ কথা বলে আল্লাহর রসূল [সাঃআঃ] সওয়ারীতে আরোহণ করে মুযদালিফাহ আসলেন এবং সালাত আদায় করিলেন। মুযদালিফার ভোরে ফযল {ইবনি আব্বাস [রাদি.]} আল্লাহর রসূল [সাঃআঃ]-এর পিছনে আরোহণ করিলেন। কুরাইব [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আব্দুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] ফযল [রাদি.] হইতে আমার নিকট বর্ণনা করিয়াছেন যে আল্লাহর রসূল [সাঃআঃ] জামরায় পৌঁছা পর্যন্ত তালবিয়া পাঠ করিতে থাকতেন।

[বোখারী পর্ব ২৫/৯৩ হাঃ ১৬৬৯, মুসলিম কিতাবুল হাজ্জ ১৫/৪৫, হাঃ ১২৮০] ওমরা হজের নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles