স্বর্ণের আংটি ছুঁড়ে ফেলে দেয়া।

১৩৫২. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃ] স্বর্ণের আংটি ব্যবহার করিতে নিষেধ করিয়াছেন।

[বোখারী পর্ব ৭৭ অধ্যায় ৪৫ হাদীস নং ৫৮৬৪; মুসলিম ৩৭/১১, হাঃ ২০৮৯] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


১৩৫৩. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌ [সাঃ] একটি স্বর্ণের আংটি তৈরি করালেন এবং তিনি তা পরিধান করিতেন। পরিধানকালে তার পাথরটি হাতের ভিতরের দিকে রাখলেন। তখন লোকেরাও [এরূপ] করিল। এরপর তিনি মিম্বরের উপর বসে তা খুলে ফেললেন এবং বললেনঃ আমি এ আংটি পরিধান করেছিলাম। এবং তার পাথর হাতের ভিতরের দিকে রেখেছিলাম। অতঃপর তিনি তা ছুড়ে ফেলে দিলেন। আর বললেনঃ আল্লাহ্‌র কসম! আমি এ আংটি আর কোনদিন পরিধান করব না! তখন লোকেরাও আপন আপন আংটিগুলো খুলে ফেলল।

[বোখারী পর্ব ৮৩ অধ্যায় ৬ হাদীস নং ৬৬৫১; মুসলিম ৩৭/১১ হাদীস নং ২০৯১] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles