১৯০৪. সাঈদ ইবনি যুবায়র [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি ইবনি আব্বাস [রাদি.]-কে সূরাহ তাওবাহ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলিলেন, এ তো লাঞ্ছনাকারী সূরা। অর্থাৎ তাহাদের একদল এই করেছে, আরেক দল ওই করেছে, এ বলে একাধারে এ সূরাহ অবতীর্ণ হইতে থাকলে লোকেরা ধারণা করিতে লাগলো যে, এ সূরায় উল্লেখ করা হইবে না, এমন কেউ আর তাহাদের মধ্যে বাকী থাকিবে না। বর্ণনাকারী বলেন, আমি তাঁকে সূরাহ আনফাল সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলিলেন, এ সূরাটি বদর যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছে। আমি তাকে সূরাহ হাশর সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলিলেন, এটি বানী নযীর সম্পর্কে অবতীর্ণ হয়েছে।
{বোখারী পর্ব ৬৫ সূরা [৫৯] আল-হাশর অধ্যায় ১ হাদীস নং ৪৮৮২; মুসলিম ৫৪/৬, হাঃ ৩০৩১} তাফসীর -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস