সিজদার অঙ্গ-প্রত্যঙ্গ এবং চুল ও কাপড় গুটিয়ে না রাখা ও সালাতে চুল বেনি করা

২৭৬. ইবনু ’আব্বাস (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি অঙ্গের দ্বারা সিজদা্ করতে এবং চুল ও কাপড় না গুটাতে আদিষ্ট হয়েছিলেন। (অঙ্গ সাতটি হল) কপাল, দু’ হাত, দু’ হাঁটু ও দু’ পা।

সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ১৩৩, হাঃ ৮০৯; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৪৪, হাঃ ৪৯০

Was this article helpful?

Related Articles