সালাত আদায়কারীর সুতার কাছাকাছি দাঁড়ানো

২৮৫. সাহল ইবনু সা’দ (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেনঃ আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সালাতের স্থান ও দেয়ালের মাঝখানে একটা বকরী চলার মত ব্যবধান ছিল।

সহীহুল বুখারী, পৰ্ব ৮ : সালাত, অধ্যায় ৯১, হাঃ ৪৯৬; মুসলিম, পূর্ব ৪ : সালাত, অধ্যায় ৪৯, হাঃ ৫০৮


২৮৬. সালামা (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেনঃ মসজিদের দেয়াল ছিল মিম্বারের এত নিকট যে, মাঝখান দিয়ে একটা বকরীরও চলাচল কঠিন ছিল।

সহীহুল বুখারী, পৰ্ব ৮ : সালাত, অধ্যায় ৯১, হাঃ ৪৯৭; মুসলিম, পূর্ব ৪ : সালাত, অধ্যায় ৪৯, হাঃ ৫০৯


২৮৭. ইয়াযীদ ইবনু আবূ ’উবায়দ (রহ.) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি সালামা ইবনুল আকওয়া’ (রাযি.)-এর নিকট আসতাম। তিনি সর্বদা মসজিদে নববীর সেই স্তম্ভের নিকট সালাত আদায় করতেন যা ছিল মাসহাফের নিকটবর্তী। আমি তাঁকে বললামঃ হে আবূ মুসলিম! আমি আপনাকে সর্বদা এই স্তম্ভ খুঁজে বের করে সামনে রেখে সালাত আদায় করতে দেখি (এর কারণ কী?) তিনি বললেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এটি খুঁজে বের করে এর নিকট সালাত আদায় করতে দেখেছি।

সহীহুল বুখারী, পৰ্ব ৮ : সালাত, অধ্যায় ৯৫, হাঃ ৫০২; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৪৯, হাঃ ৫০৯

Was this article helpful?

Related Articles