সাগরে যুদ্ধের ফাযীলাত।

১২৪৬. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ

আল্লাহর রসূল [সাঃআঃ] উম্মু হারাম বিন্‌তু মিলহান [রাদি.]-এর নিকট যাতায়াত করিতেন এবং তিনি আল্লাহর রসূল [সাঃআঃ]-কে খেতে দিতেন। উম্মু হারাম [রাদি.] ছিলেন উবাদাহ ইবনি সামিত [রাদি.]-এর স্ত্রী। একদা আল্লাহর রসূল [সাঃআঃ] তাহাঁর ঘরে গেলে তিনি তাঁকে আহার করান এবং তাহাঁর মাথার উকুন বাছতে থাকেন। এক সময় আল্লাহর রসূল [সাঃআঃ] ঘুমিয়ে পড়েন। তিনি হাসতে হাসতে ঘুম থেকে জাগলেন। উম্মু হারাম [রাদি.] বলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! হাসির কারণ কী? তিনি বলিলেন, আমার উম্মাতের কিছু ব্যক্তিকে আল্লাহ্‌র পথে জিহাদরত অবস্থায় আমার সামনে পেশ করা হয়। তারা এ সমুদ্রের মাঝে এমনভাবে আরোহী যেমন বাদশাহ তখতের উপর, অথবা বলেছেন, বাদশাহ্‌র মত তখ্‌তে উপবিষ্ট। এ শব্দ বর্ণনায় ইসহাক [রহমাতুল্লাহি আলাইহি] সন্দেহ করিয়াছেন। উম্মু হারাম [রাদি.] বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! আল্লাহ্‌র নিকট দুআ করুন যেন আমাকে তিনি তাহাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহর রসূল [সাঃআঃ] তাহাঁর জন্য দুআ করিলেন। অতঃপর আল্লাহর রসূল [সাঃআঃ] আবার ঘুমিয়ে পড়েন। অতঃপর হাসতে হাসতে জেগে উঠলেন। আমি তাঁকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! আপনার হাসার কারণ কী? তিনি বলিলেন, আমার উম্মাতের মধ্য থেকে আল্লাহ্‌র পথে জিহাদরত কিছু ব্যক্তিকে আমার সামনে পেশ করা হয়। পরবর্তী অংশ প্রথম উক্তির মত। উম্মু হারাম [রাদি.] বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! আপনি আল্লাহ্‌র নিকট দুআ করুন, যেন আমাকে তিনি তাঁদের অন্তর্ভুক্ত করেন। তিনি বলিলেন, তুমি তো প্রথম দলের মধ্যেই আছ। অতঃপর মুআবিয়াহ ইবনি আবু সুফ্ইয়ান [রাদি.]-এর সময় উম্মু হারাম [রাদি.] জিহাদের উদ্দেশে সামুদ্রিক সফরে যান এবং সমুদ্র থেকে যখন বের হন তখন তিনি তাহাঁর সওয়ারী থেকে ছিটকে পড়েন। এতে তিনি শাহাদাত লাভ করেন।

[বোখারী পর্ব ৫৬ অধ্যায় ৩ হাদীস নং ২৭৮৮-২৭৮৯; মুসলিম ৩৩/৪৯ হাঃ ১৯১২]

Was this article helpful?

Related Articles