সাগরের মৃত [বৈধ] জন্তু খাওয়া বৈধ।

১২৬১. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] আমাদের তিনশ সওয়ারীর একটি সৈন্যবাহিনীকে কুরাইশদের একটি কাফেলার উপর সুযোগ মতো আক্রমণ চালানোর জন্য পাঠিয়েছিলেন। আবু উবাইদাহ ইবনিল জাররাহ্ [রাদি.] ছিলেন আমাদের সেনাপতি। আমরা অর্ধমাস সমুদ্র তীরে অবস্থান করলাম। ভয়ানক ক্ষুধা আমাদেরকে পেয়ে বসল। ক্ষুধার জ্বালায় গাছের পাতা খেতে থাকলাম। এ জন্যই এ সৈন্যবাহিনীর নাম রাখা হয়েছে জায়শুল খাবাত অর্থাৎ পাতাওয়ালা সেনাদল। এরপর সমুদ্র আমাদের জন্য আম্বর নামক একটি প্রাণী নিক্ষেপ করিল। আমরা অর্ধমাস ধরে তা থেকে খেলাম। এর চর্বি শরীরে লাগালাম। ফলে আমাদের শরীর পূর্বের মত হৃষ্টপুষ্ট হয়ে গেল। এরপর আবু উবাইদাহ[রাদি.] আম্বরটির শরীর থেকে একটি পাঁজর ধরে খাড়া করালেন। এরপর তাহাঁর সাথীদের মধ্যকার সবচেয়ে লম্বা লোকটিকে আসতে বলিলেন। সুফ্ইয়ান [রাদি.] আরেক বর্ণনায় বলেছেন, আবু উবাইদাহ [রাদি.] আম্বরটির পাঁজরের হাড়গুলোর মধ্য থেকে একটি হাড় ধরে খাড়া করালেন এবং [ঐ] লোকটিকে উটের পিঠে বসিয়ে এর নিচে দিয়ে অতিক্রম করালেন। জাবির বলেন, সেনাদলের এক ব্যক্তি [খাদ্যের অভাব দেখে] প্রথমে তিনটি উট যবেহ করেছিলেন, তারপর আরো তিনটি উট যবহ্ করেছিলেন, তারপর আরো তিনটি উট যবেহ করেছিলেন। এরপর আবু উবাইদাহ[রাদি.] তাকে [উট যবেহ করিতে] নিষেধ করিলেন।

[বোখারী পর্ব ৬৪ অধ্যায় ৬৬ হাদীস নং ৪৩৬১; মুসলিম ৩৪/৪, হাঃ ১৯৩৫] জবেহ করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ হাসান হাদীস

Was this article helpful?

Related Articles