সদাকাহ দানকারীর জন্য দুআ করা।

৬৫১. আবদুল্লাহ বিন আবু আওফা [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, যখন নাবী [সাঃআঃ] এর নিকট কোন গোত্র থেকে সদাকাহ আসত তখন তিনি দুআ করে বলিতেন,

اللهُمَّ صَلِّ عَلَى آلِ فُلاَنٍ

হে আল্লাহ তুমি রহমত বর্ষণ কর, আর যখন আমার পিতা সদাকাহ নিয়ে আসতেন, তখন দুআ করে বলিতেন,

اللهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى

হে আল্লাহ তুমি আবু আওফার বংশের উপর রহমত বর্ষণ কর।

[বোখারী পর্ব ২৪ : /৬৪ হাঃ ১৪৯৮, মুসলিম ১২/৫৩, হাঃ ১০৭৮] জাকাত ও খারিজিদের পরিচয় -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles