শাহীদদের বর্ণনা বা প্রকার।

১২৪৭. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ

আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাঁটাযুক্ত ডাল দেখিতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তাআলা তার এ কাজ সাদরে কবুল করে তার গুনাহ ক্ষমা করে দিলেন। অতঃপর আল্লাহর রসূল [সাঃ] বললেনঃ শহীদ পাঁচ প্রকার-

১. প্লেগে মৃত ব্যক্তি

২. কলেরায় মৃত ব্যক্তি

৩. পানিতে নিমজ্জিত ব্যক্তি

৪. চাপা পড়ে মৃত ব্যক্তি এবং

৫. আল্লাহ্‌র পথে [জিহাদে] শহীদ

[বোখারী পর্ব ১০ অধ্যায় ৩২ হাদীস নং ৬৫২-৬৫৩; মুসলিম ৩৩/৫১, হাঃ ১৯১৪]


১২৪৮. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণিতঃ

আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেন, মহামারীতে মৃত্যু হওয়া প্রতিটি মুসলিমের জন্য শাহাদাত

[বোখারী পর্ব ৬১ অধ্যায় ২৮ হাদীস নং ৩৬৪০; মুসলিম ৩৩/৫১ হাঃ ১৯২১]

Was this article helpful?

Related Articles