শত্রুর সম্মুখীন হওয়ার ইচ্ছে করা অপছন্দনীয় এবং মোকাবেলার সময় ধৈর্য ধারণের নির্দেশ।

১১৩৬. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] বলেন, তোমরা শত্রুর মুখোমুখী হওয়ার ব্যাপারে ইচ্ছে পোষণ করিবে না। আর যখন তোমরা তাহাদের মুখোমুখী হইবে তখন ধৈর্য অবলম্বন করিবে।

বোখারী পর্ব ৫৬ অধ্যায় ১৫৬ হাদীস নং ৩০২৬; মুসলিম ৩২/৬ হাঃ ১৭৪১


১১৩৭. আবদুল্লাহ্ ইবনি আবু আওফাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি হারুরিয়ার দিকে অভিযানে বের হওয়ার সময় উমার ইবনি উবায়দুল্লাহকে একখানি পত্র লিখেন। [তাতে লেখা ছিল যে] শত্রুর সঙ্গে কোন এক মুখোমুখী যুদ্ধে আল্লাহর রসূল [সাঃআঃ] সূর্য ঢলে যাওয়া অবধি অপেক্ষা করিলেন। অতঃপর তিনি তাহাঁর সাহাবীদের সম্মুখে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, হে লোক সকল! তোমরা শত্রুর সঙ্গে মুকাবিলা করার কামনা করিবে না এবং আল্লাহ্ তাআলার নিকট নিরাপত্তার দুআ করিবে। অতঃপর যখন তোমরা শত্রুর সামনাসামনি হইবে তখন তোমরা ধৈর্যধারণ করিবে। জেনে রাখবে, জান্নাত তরবারির ছায়ায় অবস্থিত। অতঃপর আল্লাহর রসূল [সাঃআঃ] দুআ করিলেন, কুরআন অবতীর্ণকারী, মেঘমালা চালনাকারী, সৈন্য দলকে পরাভূতকারী হে আল্লাহ্! আপনি কাফিরদেরকে পরাস্ত করুন এবং আমাদেরকে তাহাদের উপর বিজয় দান করুন।

বোখারী পর্ব ৫৬ অধ্যায় ১৫৬ হাদীস নং ৩০২৪-৩০২৫; মুসলিম ৩২ হাঃ ১৭৪২

Was this article helpful?

Related Articles