১১৬১. আবদুল্লাহ্ ইবনি মুগাফ্ফাল [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা খাইবার দূর্গ অবরোধ করেছিলাম। কোন এক লোক একটি থলে ফেলে দিল; তাতে ছিল চর্বি। আমি তা নিতে উদ্যত হলাম। হঠাৎ দেখি যে, নাবী [সাঃআঃ] দাঁড়িয়ে আছেন। এতে আমি লজ্জিত হয়ে পড়লাম।
বোখারী পর্ব ৫৭ অধ্যায় ২০ হাদীস নং ৩১৫৩; মুসলিম ৩২/২৫ হাঃ ১৭৭২