লোক দেখানো আমালের নিষিদ্ধতা।

১৮৮০. জুনদুব [রাদি.] থেকে বর্ণিতঃ

নাবী [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি লোক শোনানো ইবাদাত করে আল্লাহ্ তাআলা এর বিনিময়ে লোক-শোনানো দেবেন। আর যে ব্যক্তি লোক-দেখানো ইবাদাত করবে আল্লাহ্ এর বিনিময়ে লোক দেখানো দেবেন।

[বুখারী পর্ব ৮১ অধ্যায় ৩৬ হাদীস নং ৬৪৯৯; মুসলিম ৫৩/৫, হাঃ ২৯৮৬]; সংসারের প্রতি অনাসক্তি – এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles