১৬৮. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ
আয়েশা [রাদি.] হইতে বর্ণিত। তিনি বলেনঃ আমাদের কেউ হায়য অবস্থায় থাকলে আল্লাহর রসূল [সাঃআঃ] তাহাঁর সাথে মিশামিশি করিতে চাইলে তাকে প্রবল হায়যে ইযার পরার নির্দেশ দিতেন। তারপর তার সাথে মিশামিশি করিতেন। তিনি {আয়েশা [রাদি.]} বলেনঃ তোমাদের মধ্যে নাবী [সাঃআঃ]-এর মত কাম-প্রবৃত্তি দমন করার শক্তি রাখে কে?
[বোখারী পর্ব ৬ : /৫ হাঃ ৩০২, মুসলিম ৩/১, হাঃ ২৯৩] হায়িয -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১৬৯. মায়মূনাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
মায়মূনাহ [রাদি.] হইতে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলাল্লাহ্ [সাঃআঃ] তাহাঁর কোন স্ত্রীর সাথে হায়য অবস্থায় মিশামিশি করিতে চাইলে তাকে ইযার পরতে বলিতেন। শায়বনী[রহমাতুল্লাহি আলাইহি] হইতে সুফিয়ান [রহমাতুল্লাহি আলাইহি] এ বর্ণনা করিয়াছেন।
[বোখারী পর্ব ৬ : /৫ হাঃ ৩০৩, মুসলিম ৩/১, হাঃ ২৯৪] হায়িয -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস