রুকূ’ ও সিজদায় কী বলবে?

২৭৫. ’আয়িশাহ (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রুকূ’ ও সাজদায় অধিক পরিমাণেঃ سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي ’’হে আল্লাহ্! হে আমাদের রব! আপনার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি। আপনি আমাকে ক্ষমা করুন’’ পাঠ করতেন। এতে তিনি পবিত্র কুরআনের নির্দেশ পালন করতেন।

সহীহুল বুখারী, পৰ্ব ১০ : আযান, অধ্যায় ১৩৯, হাঃ ৮১৭; মুসলিম, পর্ব ৪: সালাত, অধ্যায় ৪২, হাঃ ৪৮৪

Was this article helpful?

Related Articles