রাতের সলাত, নাবী (সাঃ)-এর রাতের সলাতের সংখ্যা এবং বিত্‌রের সলাত এক রাকআত ও এক রাকআত সলাত সহীহ।

৪২৬. আবু সালামাহ ইবনি আবদুর রহমান [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি আয়িশাহ্ [রাদি.]-কে জিজ্ঞেস করেন, রমাযান মাসে আল্লাহর রসূল [সাঃআঃ]-এর সলাত কেমন ছিল? তিনি বলিলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] রমাযান মাসে এবং অন্যান্য সময় [রাতের বেলা] এগার রাকআতের অধিক সলাত আদায় করিতেন না। তিনি চার রাকআত সলাত আদায় করিতেন। তুমি সেই সলাতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। তারপর চার রাকআত সলাত আদায় করিতেন, এর সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। অতঃপর তিনি তিন রাকআত [বিত্‌র] সলাত আদায় করিতেন। আয়িশাহ্ [রাদি.] বলেন, [একদিন] আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্‌র রসূল ! আপনি কি বিত্‌রের পূর্বে ঘুমিয়ে থাকেন? তিনি ইরশাদ করলেনঃ আমার চোখ দুটি ঘুমায়, কিন্তু আমার হৃদয় ঘুমায় না।

[বোখারী পর্ব ১৯ : /১৬ হাঃ ১১৪৭, মুসলিম ৬/১৭, হাঃ ৭৩৮] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৪২৭. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী [সাঃআঃ] রাতের বেলা তের রাকআত সলাত আদায় করিতেন, বিত্‌র এবং ফাজরের দু রাকআত [সুন্নাত]ও এর অন্তর্ভুক্ত।

[বোখারী পর্ব ১৯ : /১০ হাঃ ১১৪০, মুসলিম ৬/১৭, হাঃ ৭৩৮] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৪২৮. আসওয়াদ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আয়িশাহ্ [রাদি.]-কে জিজ্ঞেস করলাম, রাতে নাবী [সাঃআঃ]-এর সলাত কেমন ছিল? তিনি বলেন, তিনি প্রথমাংশে ঘুমাতেন, শেষাংশে জেগে সলাত আদায় করিতেন। অতঃপর তাহাঁর শয্যায় ফিরে যেতেন, মুআয্‌যিন আযান দিলে দ্রুত উঠে পড়তেন, তখন তাহাঁর প্রয়োজন থাকলে গোসল করিতেন, অন্যথায় উযূ করে [মসজিদের দিকে] বেরিয়ে যেতেন।

[বোখারী পর্ব ১৯ : /১৫ হাঃ ১১৪৬, মুসলিম ৬/১৭, হাঃ ৭৩৯] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৪২৯. মাসরূক [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আয়িশাহ্ [রাদি.]-কে জিজ্ঞেস করলাম, নাবী [সাঃআঃ]-এর নিকট কোন্ আমলটি সর্বাধিক পছন্দনীয় ছিল? তিনি বলিলেন, নিয়মিত আমল। আমি জিজ্ঞেস করলাম, তিনি কখন তাহাজ্জুদের জন্য উঠতেন? তিনি বলিলেন, যখন মোরগের ডাক শুনতে পেতেন।

[বোখারী পর্ব ১৯ : /৭ হাঃ ১১৩২, মুসলিম ৬/১৭, হাঃ ৭৪১] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৪৩০. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, তিনি আমার নিকট ঘুমিয়ে থাকা অবস্থায়ই সাহ্‌রীর সময় হতো। তিনি নাবী [সাঃআঃ] সম্পর্কে এ কথা বলেছেন।

[বোখারী পর্ব ১৯ : /৭ হাঃ ১১৩৩, মুসলিম ৬/১৭, হাঃ ৭৪২] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৪৩১. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল [সাঃআঃ] রাতের সকল অংশে [অর্থাৎ ভিন্ন ভিন্ন রাতে ভিন্ন ভিন্ন সময়ে] বিত্‌র আদায় করিতেন আর [জীবনের] শেষ দিকে সাহ্‌রীর সময় তিনি বিত্‌র আদায় করিতেন।

[বোখারী পর্ব ১৪ : /২ হাঃ ৯৯৬, মুসলিম ৬/১৭, হাঃ ৭৪৫] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles