রাতের সলাত দু রাকআত দু রাকআত এবং বিত্‌র শেষ রাতে এক রাকআত।

৪৩২. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

এক ব্যক্তি নাবী [সাঃআঃ]-এর নিকট রাতের সলাত সম্পর্কে জিজ্ঞেস করিল। আল্লাহর রসূল [সাঃআঃ] বললেনঃ রাতের সলাত দু দু [রাকআত] করে। আর তোমাদের মধ্যে কেউ যদি ফাজর হবার আশঙ্কা করে, সে যেন এক রাকআত সলাত আদায় করে নেয়। আর সে যে সলাত আদায় করিল, তা তার জন্য বিত্‌র হয়ে যাবে।

[বোখারী পর্ব ১৪ : /১ হাঃ ৯৯১, মুসলিম ৬/২০, হাঃ ৭৪৯] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


৪৩৩. আবদুল্লাহ্ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী [সাঃআঃ] বলেছেনঃ বিত্‌রকে তোমাদের রাতের শেষ সলাত করিবে।

[বোখারী পর্ব ১৪ : /৪ হাঃ ৯৯৮, মুসলিম ৬/২০, হাঃ ৭৫১] মুসাফির ব্যক্তির নামাজ-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles