রক্তের অপবিত্রতা এবং তা ধৌত করার পদ্ধতি।

১৬৬. আসমা [রাদি.] হইতে বর্ণিতঃ

আসমা [রাদি.] হইতে বর্ণিত। তিনি বলেন, জনৈকা মহিলা নাবী [সাঃআঃ]-এর নিকট এসে বললেনঃ হে আল্লাহর রসূল !] বলুন, আমাদের কারো কাপড়ে হায়যের রক্ত লেগে গেলে সে কী করিবে? তিনি বললেনঃ সে তা ঘষে ফেলবে, তারপর পানি দিয়ে রগড়াবে এবং ভাল করে ধুয়ে ফেলবে। অতঃপর সেই কাপড়ে সলাত আদায় করিবে।

[বোখারী পর্ব ৪ : /৬৩ হাঃ ২২৭, মুসলিম ২/৩৩, হাঃ ২৯১] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles