যে মদপান করিল তা থেকে বিরত হল না বা তাওবাহ করিল না তার শাস্তি তাকে পরকালে তা থেকে বঞ্চিত করা হইবে।

১৩০৩. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করেছে এরপর সে তা থেকে তাওবাহ করেনি, সে ব্যক্তি আখিরাতে তা থেকে বঞ্চিত থাকিবে।

[বোখারী পর্ব ৭৪ অধ্যায় ১ হাদীস নং ৫৫৭৫; মুসলিম ৩৬/৮, হাঃ ২০০৩]

Was this article helpful?

Related Articles