যে ব্যক্তি সম্পদ ছেড়ে গেল তা তার উত্তরাধিকারের ।

১০৪. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ

আল্লাহ্‌র রসূল [সাঃআঃ]-এর নিকট যখন কোন ঋণী ব্যক্তির জানাযা উপস্থিত করা হত তখন তিনি জিজ্ঞেস করিতেন, সে তার ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত মাল রেখে গেছে কি? যদি তাঁকে বলা হত যে, সে তার ঋণ পরিশোধের মতো মাল রেখে গেছে তখন তার জানাযার সালাত আদায় করিতেন। নতুবা বলিতেন, তোমাদের সাথীর জানাযা আদায় করে নাও। পরবর্তীতে যখন আল্লাহ্‌ তাহাঁর বিজয়ের দ্বার উন্মুক্ত করে দেন, তখন তিনি বলিলেন, আমি মুমিনদের জন্য তাহাদের নিজের চেয়েও অধিক নিকটবর্তী। তাই কোন মুমিন ঋণ রেখে মারা গেলে সে ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার। আর যে ব্যক্তি সম্পদ রেখে যায়, সে সম্পদ তার উত্তরাধিকারীদের জন্য।

[বোখারী পর্ব ৩৯: /৫, হাঃ ২২৯৮; মুসলিম ২৩/৪, হাঃ ১৬১৯] ফারায়েজ এর নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles