যে ব্যক্তি ইতিকাফ করার ইচ্ছে করিল সে কখন ইতিকাফ করার স্থানে প্রবেশ করিবে।

৭২৯. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, রমাযানের শেষ দশকে নাবী [সাঃআঃ] ইতিকাফ করিতেন। আমি তাহাঁর তাঁবু তৈরি করে দিতাম। তিনি ফজরের সলাত আদায় করে তাতে প্রবেশ করিতেন। [নাবী-সহধর্মিণী] হাফসাহ্ [রাদি.] তাঁবু খাটাবার জন্য আয়িশাহ্ [রাদি.]-এর কাছে অনুমতি চাইলেন। তিনি তাঁকে অনুমতি দিলে হাফসাহ্ [রাদি.] তাঁবু খাটালেন। [নাবী-সহধর্মিনী] যায়নাব বিনতু জাহশ [রাদি.] তা দেখে আরেকটি তাঁবু তৈরি করিলেন। সকালে নাবী [সাঃআঃ] তাঁবুগুলো দেখলেন। তিনি জিজ্ঞেস করলেনঃ এগুলো কী? তাঁকে জানানো হলে তিনি বললেনঃ তোমরা কি মনে কর এগুলো দিয়ে নেকী হাসিল হইবে? এ মাসে তিনি ইতিকাফ ত্যাগ করিলেন এবং পরে শাওয়াল মাসে দশ দিন [কাযা স্বরূপ] ইতিকাফ করেন।

[বোখারী পর্ব ৩৩ : /৬ হাঃ ২০৩৩, মুসলিম ১৪/২, হাঃ ১১৭৩] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles