যাতুর রিকার যুদ্ধ।

১১৯২. আবু মূসা [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, কোন যুদ্ধে আমরা নাবী [সাঃআঃ]-এর সঙ্গে বের হলাম। আমরা ছিলাম ছয়জন। আমাদের কাছে ছিল মাত্র একটি উট। পালাক্রমে আমরা এর পিঠে চড়তাম। [হেঁটে হেঁটে] আমাদের পা ফেটে যায়। আমার পা দুখানাও ফেটে গেল, নখগুলো খসে পড়ল। এ কারণে আমরা পায়ে নেকড়া জড়িয়ে নিলাম। এ জন্য একে যাতুর রিকা যুদ্ধ বলা হয়। কেননা এ যুদ্ধে আমরা আমাদের পায়ে নেকড়া দিয়ে পট্টি বেঁধেছিলাম। আবু মূসা [রাদি.] উক্ত ঘটনা বর্ণনা করিয়াছেন। পরবর্তীকালে তিনি এ ঘটনা বর্ণনা করাকে অপছন্দ করেন। তিনি বলেন, আমি এভাবে বর্ণনা করাকে ভাল মনে করি না। সম্ভবত তিনি তার কোন আমাল প্রকাশ করাকে অপছন্দ করিতেন।

বোখারী পর্ব ৬৪ অধ্যায় ৩২ হাদীস নং ৪১২৮; মুসলিম ৩২/৫০, হাঃ ১৮১৬

Was this article helpful?

Related Articles