মুহাম্মাদ (সাঃ) রৌপ্যের আংটি পরিধান করেছিলেন যাতে খোদাই করা ছিল মুহাম্মাদ রাসূলুল্লাহ। তার পরে তাহাঁর খালীফাগণ সেটা পরিধান করেছিলেন।

১৩৫৪. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ [সাঃআঃ] রূপার একটি আংটি তৈরী করেন। সেটি তাহাঁর হাতে ছিল। এরপর তা আবু বকর [রাদি.] -এর হাতে আসে। পরে তা উমার [রাদি.]-এর হাতে আসে। এরপর তা উসমান [রাদি.]-এর হাতে আসে। শেষকালে তা আরীস নামক এক কূপের মধ্যে পড়ে যায়। তাতে অঙ্কিত ছিল মুহাম্মাদ রাসূলুল্লাহ[আরবী]।

[বোখারী পর্ব ৭৭ অধ্যায় ৫০ হাদীস নং ৫৮৭৩; মুসলিম ৩৭/১২ হাঃ ২০৯১] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


১৩৫৫. আনাস [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী [সাঃআঃ] একটি আংটি তৈরী করেন। তারপর তিনি বলেনঃ আমি একটি আংটি তৈরী করেছি এবং তাতে একটি নক্সা করেছি। সুতরাং কেউ যেন নিজের আংটিতে নক্সা না করে। তিনি [আনাস] বলেনঃ আমি যেন তাহাঁর কনিষ্ঠ আঙ্গুলে আংটিটির দ্যূতি [এখনও] দেখিতে পাচ্ছি।

[বোখারী পর্ব ৭৭ অধ্যায় ৫১ হাদীস নং ৫৮৭৪; মুসলিম ৩৭/১২ হাঃ ২০৯২] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles