মুসলিম অপবিত্র হয় না এর দলীল

২১০. আবূ হুরায়রাহ্ (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমার সাথে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাক্ষাত হলো, তখন আমি জুনুবী ছিলাম। তিনি আমার হাত ধরলেন, আমি তাঁর সাথে চললাম। এক স্থানে তিনি বসে পড়লেন। তখন আমি সরে পড়ে বাসস্থানে এসে গোসল করলাম। আবার তাঁর নিকট গিয়ে তাঁকে বসা অবস্থায় পেলাম। তিনি জিজ্ঞেস করলেন আবূ হুরায়রাহ্! কোথায় ছিলে? আমি তাঁকে (ঘটনা) বললাম। তখন তিনি বললেনঃ ’সুবহানাল্লাহ! মু’মিন অপবিত্র হয় না’।

সহীহুল বুখারী, পৰ্ব ৫: গোসল, অধ্যায় ২৪, হাঃ ২৮৫; মুসলিম, পর্ব ৩: হায়য,, অধ্যায় ২৯, হাঃ ৩৭১

Was this article helpful?

Related Articles