মুমিনের দৃষ্টান্ত খেজুর গাছের দৃষ্টান্তের ন্যায়।

১৭৯২. ইবনি উমার [রাদি.] থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রাসূল [সাঃআঃ] একদা বললেনঃ গাছগাছালির মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না। আর তা মুসলিমের উদাহরণ, তোমরা আমাকে অবগত কর সেটি কী গাছ? তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছ-গাছালির নাম ধারণা করতে লাগল। আবদুল্লাহ [রাদি.] বলেন, আমার ধারণা হল, সেটা হবে খেজুর গাছ। কিন্তু আমি [ছোট থাকার কারণে] তা বলতে লজ্জা পাচ্ছিলাম। অতঃপর সাহাবীগণ [রাদি.] বললেন, হে আল্লাহর রাসূল! [সাঃআঃ]! আপনি আমাদের বলে দিন সেটি কী গাছ? তিনি বললেনঃ তা হচ্ছে খেজুর গাছ।

[বুখারী পর্ব ৩ অধ্যায় ৪ হাদীস নং ৬১; মুসলিম ৫০ অধ্যায় ১৫ হাঃ ২৮১১], মুনাফিক এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles