মিসওয়াক

১৪২.আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ

আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিত, আল্লাহর রসূল [সাঃআঃ] বলেছেনঃ আমার উম্মাতের জন্য বা তিনি বলেছেন, লোকেদের জন্য যদি কঠিন মনে না করতাম, তাহলে প্রত্যেক সলাতের সাথে তাহাদের মিস্ওয়াক করার নির্দেশ দিতাম।

[বোখারী পর্ব ১১ : /৮ হাঃ ৮৮৭, মুসলিম ২/১৫, হাঃ ২৫২] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


১৪৩. আবু মূসা [রাদি.] হইতে বর্ণিতঃ

আবু মূসা [রাদি.] হইতে বর্ণিত, তিনি বলেনঃ একবার আমি নাবী [সাঃআঃ]-এর নিকট এলাম। তখন তাঁকে দেখলাম তিনি মিসওয়াক করছেন এবং মিসওয়াক মুখে দিয়ে তিনি উ উ শব্দ করছেন যেন তিনি বমি করছেন।

[বোখারী পর্ব ৪ : /৭৩ হাঃ ২৪৪, মুসলিম ২/১৫, হাঃ ২৫৪] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস


১৪৪. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ

ইবনি উমার [রাদি.] হইতে বর্ণনা করেন যে, নাবী [সাঃআঃ] বলেনঃ আমি [স্বপ্নে] দেখলাম যে, আমি মিসওয়াক করছি। আমার নিকট দু ব্যক্তি এলেন। একজন অপরজন হইতে বয়সে বড়। অতঃপর আমি তাহাদের মধ্যে কনিষ্ঠ ব্যক্তিকে মিসওয়াক দিতে গেলে আমাকে বলা হলো, বড়কে দাও। তখন আমি তাহাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দিলাম। আবু আবদুল্লাহ বলেন, নুআয়ম, ইবনিল মুবারাক সূত্রে ইবনি উমার [রাদি.] হইতে হাদীসটি সংক্ষেপে বর্ণনা করিয়াছেন।

[বোখারী পর্ব ৪ : /৭৩ হাঃ ২৪৬, মুসলিম ৪২/৪, হাঃ ২২৭১] ওজু করার নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles