মানুষ সলাতের জন্য কখন দাঁড়াবে।

৩৫২. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেনঃ একবার সলাতের ইক্বামাত দেয়া হলে সবাই দাঁড়িয়ে কাতার সোজা করছিলেন, তখন আল্লাহর রসূল [সাঃআঃ] আমাদের সামনে বেরিয়ে আসলেন। তিনি মুসাল্লায় দাঁড়ালে তাহাঁর মনে হলো যে, তিনি জানাবাত অবস্থায় আছেন। তখন তিনি আমাদের বললেনঃ স্ব স্ব স্থানে দাঁড়িয়ে থাক। তিনি ফিরে গিয়ে গোসল করে আবার আমাদের সামনে আসলেন এবং তাহাঁর মাথা হইতে পানি ঝরছিল। তিনি তাকবীর [তাহ্‌রীমাহ] বাঁধলেন, আর আমরাও তাহাঁর সাথে সলাত আদায় করলাম।

[বোখারী পর্ব ৫ : /১৭ হাঃ ২৭৫, মুসলিম ৫/২৯, হাঃ ৬০৫] নামাজের স্থান-এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস

Was this article helpful?

Related Articles