মাথা মোড়ানোর পর এখানে ওখানে কিছু চুল ছেড়ে দেয়া মাকরূহ। Created October 14, 2023 Author Admin Category পোষাক ও অলঙ্কার ১৩৭৩. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণিতঃ রাসূলুল্লাহ [সাঃআঃ] কাযা করিতে তথা মাথা মোড়ানোর পর স্থানে স্থানে চুল রেখে দিতে নিষেধ করিয়াছেন। [বোখারী পর্ব ৭৭ অধ্যায় ৭২ হাদীস নং ৫৯২১; মুসলিম ৩৭/৩১, হাঃ ২১২০] অলঙ্কার -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস Was this article helpful? Yes No