মাজায়াত দ্বারা রাজাঈ সাব্যস্ত হওয়া [শিশুর দুবছর বয়সের মধ্যে ক্ষুধায় দুগ্ধপান “দুগ্ধদান” সাব্যস্ত করে]।

৯২১. আয়েশা [রাদি.] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী [সাঃআঃ] আমার নিকট আসলেন, তখন আমার নিকট এক ব্যক্তি ছিল। তিনি জিজ্ঞেস করিলেন, হে আয়েশা! এ কে? আমি বললাম, আমার দুধ ভাই। তিনি বলিলেন, হে আয়েশা! কে তোমার সত্যিকার দুধ ভাই তা যাচাই করে দেখে নিও। কেননা, ক্ষুধার কারণে দুধ পানের ফলেই শুধু দুধ সম্পর্ক স্থাপিত হয়। ইবনি মাহদী [রহমাতুল্লাহি আলাইহি] সুফইয়ান [রহমাতুল্লাহি আলাইহি] হইতে হাদীস বর্ণনায় মুহাম্মাদ ইবনি কাসীর [রহমাতুল্লাহি আলাইহি]-এর অনুসরণ করিয়াছেন ।

[বোখারী পর্ব ৫২ : /৭, হাঃ ২৬৪৭; মুসলিম ১৭/৮, হাঃ ১৪৫৫]

Was this article helpful?

Related Articles